সোলাইমানি হত্যার প্রতিক্রিয়ায় যা বললো সৌদি আরব।

আইএনবি নিউজ: ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ন ব্যক্তি হিসেবে পরিচিত আল-কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনাকর মুহূর্তে দেশটি উভয় পক্ষকে ধৈর্য্য ধারণ করতে আহবান জানিয়েছে।

রিয়াদ জানিয়েছে, সন্ত্রাসী মিলিশিয়াদের বিভিন্ন কার্যক্রমের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে। তাই এসব সন্ত্রাসীদের যে কোনোভাবেই হোক দমাতে হবে। একইসঙ্গে সোলাইমানিকে হত্যার পর পরিস্থিতির দ্রুত উন্নয়নের জন্য সৌদি আরব উভয় পক্ষের সংযম ধারণ করার প্রতি গুরুত্বারোপ করেছে। যাতে করে এ অঞ্চলে নতুন একটি সংঘর্ষ এড়ানো যায়। সৌদি আরব মনে করে এই সংঘর্ষের কারণে অপরিণামদর্শী পরিণতি ভোগ করতে হবে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কাসেম সোলাইমানি মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার পর শুক্রবার সৌদি এক কর্মকর্তা এর পরিণতি সম্পর্কে সাবধান করেছেন।

এতে বলা হয়, সৌদি আরব ওই ঘটনার নিন্দা জানিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে তাদের দায়িত্ব পালনের আহবান জানিয়েছে

আইএনবি/এনএম