আন্তর্জাতিক ডেস্ক: ‘অভিনব কায়দায়’ পশ্চিম লন্ডনের শেফার্ড বুশ জুয়েলারি দোকানে ডাকাতি করতে এসে আটক হয়েছেন একজন। তবে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল’র এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ডাকাত দলটি একটি কালো রঙের রেঞ্জ রোভার গাড়ি নিয়ে দোকানের কাঁচ ভেঙে আকষ্মিক ভেতরে ঢুকে পড়ে। তখন দোকানের ভেতরে অবস্থান করা এক ক্রেতা কোনোমতে গাড়ি চাপা থেকে রেহাই পান। দোকানে ঢুকে ডাকাত দলের সদস্যরা ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার ব্যাগে ভরতে থাকে। কিছুক্ষণ পর ডাকাতি করে বেরিয়ে যাওয়ার সময় দোকানদার এবং বাইরে অবস্থান নেয়া সাধারণ জনগণ একজনকে ধরতে সক্ষম হয়।
এর কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ওই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ৩৪ বছর বয়সী ওই ডাকাতের নাম বেন ওয়েজনার। তার বিরুদ্ধে ডাকাতি, বিপজ্জনক গাড়ি চালানো এবং অস্ত্র বহনের অপরাধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এই গাড়িটি চলতি মাসের শুরুতে চুরি করেছিলো ডাকাত দলটি।
আইএনবি/বিভূঁইয়া