চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নগরীর স্টেশন রোড থেকে ১৪টি সোনার বারসহ উত্তম সেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার শরীর তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। জব্দ সোনার বারগুলোর ওজন দুই কেজি ৫৮২ দশমিক ৬৪ গ্রাম বা ২২১ ভরি, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা।
গ্রেপ্তার উত্তম সেনের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বারগুলো পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রেলস্টেশনে যাচ্ছিলেন উত্তম। স্টেশনে প্রবেশের সময় গতিবিধি সন্দেহজনক দেখে তাকে আটক করে তল্লাশি করে পুলিশ। এসময় তার কোমরের বেল্টের নিচে এবং পকেটের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
আইএনবি/বিভূঁইয়া