সোনারগাঁয়ে ১৮০ বোতোল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১জন

সোনারগাঁ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের তল্লাশির সময় একটি প্রাইভেট কার থেকে ১৮০ বোতোল ফেনসিডিল উদ্ধারসহ মো. খোকন মিয়া (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট টোল প্লাজার চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খোকন নরসিংদী জেলা, মনোহরদী উপজেলার পােতাশিয়া গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) ইয়াউর রহমানর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট টোল প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছিলাম। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি চালালে কেবিনে লুকানো অবস্থায় ১৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া