ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীরতে রবিবার রাত ১২টার দিকে সোনাগাজী জিরো পয়েন্ট এলাকায় উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে র্যাব-৭ এর সদস্যরা শীর্ষ সন্ত্রাসী, ছাত্রলীগ নেতা শামীম হত্যাসহ একডজন মামলার আসামি সাইদ আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, সোনাগাজীর সোনাপুর এলাকার মো. হানিফের ছেলে আনোয়ারের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা শামীম হত্যা মামলাসহ একডজন মামলা রয়েছে। এরমধ্যে সে সোনাগাজী ডাক বাংলা এলাকার হাবিব ব্রাদার্স নামের প্রতিষ্ঠানে ডাকাতি, মুহুরী প্রকল্প এলাকায় চাঁদাবাজি, যুবলীগ নেতা বিধানের ওপর হামলা, নুরনবীর ওপর হামলা ও বিভিন্ন স্থানে ডাকাতিসহ এক ডজন মামলা রয়েছে।
র্যাবের ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. নুরুজ্জামান জানান, আনোয়ারকে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া