গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের পূবাইল হায়দরাবাদ এলাকায় সোমবার (১৬ ডিসেম্বর) সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত। নিহততের নাম শরিফ।
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় তিন বন্ধু ঘুরতে যায় শরিফ। রেললাইনে দাঁড়িয়ে তিন বন্ধু সেলফি তুলার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী ট্রেন তাদের তিনজনকেই ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর সদরে তাজউদ্দীন আহমদ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরো একজনের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
তারা ৩ জনই গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতো। ৩ জনের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া গ্রামে। বোর্ডবাজার এলাকার মোছলেম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
আইএনবি/বিভূঁইয়া