আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২৭এপ্রিল) সকাল ১০টায় গণভবনে রাজশাহী বিভাগের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে এ কথা বলেন। চ্যালেন২৪ ও সময় টিভি
প্রধানমন্ত্রী বলেন, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এখন একটাও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ থাকবে যদি না করোনা ভাইরাস অব্যাহত থাকে। যখন এটা থামবে তখন আমরা খুলবো। প্রধানমন্ত্রী বলেন, “অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবি বন্ধ থাকবে, যদি না এই করোনাভাইরাস তখন অব্যাহত থাকে। যখন এটা থামবে, আমরা তখনই এটা খুলবো।”
মসজিদে সীমিত আকারে নামাজ পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ইমাম ও মুয়াজ্জিনদের ধন্যবাদ জানান তিনি। বলেন, সবাইকে বলবো ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করেন। রমজানে আল্লাহর কাছে দোয়া করেন। যাতে বাংলাদেশ যেন এই দুর্যোগ থেকে মুক্তি পায়। সারা বিশ্বের মানুষ যেন মুক্তি পায়।
শেখ হাসিনা বলেন, আমরা এ দুঃসময় কাটিয়ে উঠব। আবার কল-কারখানা খুলবে। আমাদের অর্থনীতি আবার সচল হবে। দুর্যোগ আসবে সেটা আবার চলে যাবে। আবার আলোর পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
শেখ হাসিনা আরও বলেন, যারা করোনা রোগীদের দেখাশোনা করছেন তাদের প্রণোদনা দিয়েছি। যদি কেউ অসুস্থ হন তাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছি। তাছাড়া আমরা পাঁচ লাখ থেকে ৫৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেব। এভাবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস আমরা দিয়েছি এবং সেটা করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ চিন্তায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। রমজান ও ঈদ সামনে রেখে গরীবদের মাঝে আবারও খাদ্য বিতরণ করা হবে। জীবন-জীবিকার তাগিদে ধীরে ধীরে সবকিছু চালু হবে জানিয়ে, সবাইকে সুরক্ষিত থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইএনবি/বিভূঁইয়া