সেনা কর্মকর্তা হত্যার প্রধান অভিযুক্ত নাছিরসহ গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় নিহত সেনা কর্মকর্তা লে. তানজিম ছারোয়ার নির্জনকে হত্যাকারী নাছির উদ্দিন (৩৮) প্রকাশ ডাকাত নাছিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় হত্যাকাণ্ডে তার সহযোগী এনামকেও (৫০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে চকরিয়ার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী।

র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সেনা কর্মকর্তা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, সেনা কর্মকর্তা হত্যাকান্ড মামলায় অস্ত্রসহ দুইজন আসামীকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৫। আসামীরা অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে কোর্টে পাঠানো হবে। নাছির উদ্দিন উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখলাী রিজার্ভপাড়া গ্রামের বাসিন্দা আবদুল মালেকের ছেলে এবং এনামুল হক একই ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

আইএনবি/বিভূঁইয়া