সুনামগঞ্জে বাস খাদে পড়ে আহত ২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাজারের পাশে বুধবার (১১ র্মাচ) দুপুর দেড়টার দিকে একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলা থেকে গাড়িটি সুনামগঞ্জ আসার জন্য ২৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। কিন্তু কলকলিয়া বাজারের পাশে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে গাড়ির ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে গুরুতর ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানান, জগন্নাথপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার উদ্দেশে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি রওনা দেয়। কিন্তু কলকলিয়া বাজারে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করি।

আইএনবি/বিভূঁইয়া