সিলেট থেকে আনসার আল ইসলামের সদস্য আটক

সিলেট প্রতিনিধি: সিলেটের সাগর দিঘীরপারের মনিপুরীপাড়া এলাকার বুধবার রাতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে শাফায়েত আহমেদ চৌধুরী নামের নিষিদ্ধ আনসার আল ইসলামের সংগঠনটির ওই সদস্যকে আটক করেছে র‌্যাব-২। তিনি জকিগঞ্জের গণিপুরের কাওছার আহমদ চৌধুরীর ছেলে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত শাফায়েতের বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।

র‌্যাব-২ জানায়, ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে অভিযানে আটক শাফায়েতের কাছ থেকে ১৫টি জেহাদি বই, জঙ্গিদের ট্রেনিং ম্যানুয়াল, পাসপোর্ট, মোবাইল, ল্যাপটপ, মিডিয়া সামগ্রী, ভিডিও নির্মাণের বিভিন্ন সমগ্রী ও উস্কানিমূলক লিফলেট উদ্ধার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া