সিলেট প্রতিনিধি:মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে ১ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটক আসামির নাম আব্দুল জলিল (৫০)। সে জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের বড়পাথর এলাকার মৃত আহমদ আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত আলামতসহ আটক আব্দুল জলিলকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আবদুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীকে আজ মঙ্গলবারই আদালতে তোলা হবে।
আইএনবি/বিভূঁইয়া