আন্তর্জাতিক ডেস্ক: বুধবার প্রকাশিত লন্ডনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার এক প্রতিবেদনে বলা হয় ৮ বছরের দীর্ঘ সিরিয়ার গৃহযুদ্ধের ২৯ হাজারের বেশি শিশু মারা গেছে। ডেইলি সাবাহ
বিশ্ব শিশু দিবসের উপলক্ষে সিরিয়ার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের প্রতিবেদনে বলছে ২০১১ সালের মার্চ থেকে চলতি বছরের ২০ নভেম্বর মধ্যে বাশার আসাদ সরকার ও ইরানের অনুগত বাহিনীর হাতে ২২ হাজার ৭৫৩ জন শিশু প্রাণ হারিয়েছে।
এর মধ্যে অপুষ্টিতে ৩০৫ জন ও রাসায়নিকের আক্রমণে ১৮৬ জন শিশু মারা গিয়েছে।
রুশ বাহিনী দ্বারা ১ হাজার ৯২৮, সিরিয়া বিরোধী দলের হাতে ৯৮৬ , সন্ত্রাসীদল দ্বারা ৯৯৬, মার্কিন নেতৃত্বে ৯৪২ এবং সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্সেস ২১৪ জন শিশু প্রাণ হারিয়েছে। ৫ হাজার ৩৪ জনের বেশি শিশু বন্দি রয়েছে সরকারি ও সন্ত্রাসী দলের হাতে।
প্রতিবেদনে আরো বলা সিরিয়োর কয়েকটি অঞ্চলে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নেই। কারণ সন্ত্রাসি হামলা, সাময়িক ঘাঁটি স্থাপন ও স্কুল ভবনে বোমা বর্ষণ ও শিশুদের অনুপযোগী পরিবেশ। এপর্যন্ত মোট ২ লাখ ২৪ হাজর ৯৮৮ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়ে দীর্ঘবছরের গৃহযুদ্ধে।
আইএনবি/বিভূঁইয়া