সিরাজগঞ্জে ৮ ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতিকালে সিরাজগঞ্জে ৮ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম), সিরাজগঞ্জের দিকনির্দেশনায় ওসি মোহাম্মাদ দাউদের নেতৃত্বে এসআই জাফর, এসআই আজিম, এসআই জিমেল, এসআই ফারুক, এসআই মেহেদীসহ একদল পুলিশ সিরাজগঞ্জ-কড্ডা সড়কের কোনাগাতী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি মিনি ট্রাকসহ ডাকাতির বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

তারা হলো, বরগুনার ধলুয়া গ্রামের তরিকুল ইসলাম ওরফে সুমন (২৭), আল আমিন (২৭), পশ্চিম গুদিঘাট গ্রামের সোহেল (২৫), কলাতলা গ্রামের আলআমিন (২৮), নোয়াখালীর চাটখিল উপজেলার হরিকৃষ্ণপুর গ্রামের আবু জাফর (২৫), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেউটলা গ্রামের ইব্রাহীম (২৭), কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের ইমরানা (৩০), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বামুরিয়া গ্রামের হাফিজুল ওরফে আকাশ (২৫)।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া