সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও ননদকে আটক করেছে।
পুলিশ জানায় সিরাজগঞ্জ শহর সংলগ্ন চর মালশাপাড়া মহল্লার আসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে (২৬) যৌতুকের দাবিতে প্রায়ই তার স্বামী জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন চালাতো। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী জাহিদ এবং ননদ রুনা খাতুনকে আটক করে। একই সাথে রোববার মধ্যরাতে নিহত গৃহবধূ মুন্নি বেগমের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া