সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানী জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী ধনুহাজী এলাকায় একটি ষ্টীল ও কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ।

বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‌্যাব-১১ এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে ঐ এলাকার বাসিন্দা কামাল খাঁনের মালিকানাধীন ঐ কারখানায়।

অভিযানে ঐ কারখানার দেড়’শ ফুট অবৈধ গ্যাসের পাইপ, ৩টি হিট চেম্বারের ৪টি বার্ণার, ১টি স্টার বার্ণার জব্দ করা হয়। এছাড়া কামালের মাধ্যমে অবৈধ আবাসিক গ্যাস সংযোগের আরও ২’শ ফুট পাইপ জব্দ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ঐ কারখানার মালিক কামাল খাঁন ও তার কারখানার ম্যানেজার আল-আমিনকে গ্রেফতার করে র‌্যাব-১১।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানীর উপ মহাব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া ষ্টীল ও কয়েল তৈরির কারখানা এবং আবাসিক লাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগে বিপুল পরিমান অর্থ বকেয়া থাকায় কামালের কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছিল। পরে সে অবৈধভাবে আবারও গ্যাস সংযোগ নিয়ে করাখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল।

এ বিষয়ে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান, অবৈধ গ্যাস সংযোগের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঐ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে র‌্যাব-১১ ও তিতাস কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানীর নারায়ণগঞ্জ জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক শাকিল মন্ডল, সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ইব্রাহীম আলী ও টেকনিশিয়ান আবুল খায়ের সহ র‌্যাবের বিভিন্ন কর্মকর্তারা।

আইএনবি/বিভূঁইয়া