বিনোদন ডেস্ক : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে পারিবারিক কারণে মানসিক যন্ত্রণায় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন । তবে পিবিআই’র এমন বক্তব্যে সন্তুষ্ট নয় সালমানের পরিবার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সালমান শাহ হত্যা মামলার তদন্ত পিবিআই সঠিকভাবে করেনি বলে অভিযোগ করেন তার মামা আলমগীর কুমকুম।
সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম বলেন, মৃত্যুর আগের রাতে সালমান আমাকে ফোন দেয়। সে আমাকে ঢাকায় আসতে বারণ করে। বলে, আমি সকালে সিলেটে আসতেছি, তোমার সঙ্গে দরগাহে (হযরত শাহজালাল র. মাজার) জুম্মার নামাজ পড়বো। পরে সালমান জানায়, সামিরার সঙ্গে তার সংসার করা সম্ভব নয়। সামিরার সঙ্গে সালমানের পারিবারিক কলহ তার মৃত্যুর আসল কারণ। পিবিআই’র এমন মনগড়া তদন্তে আমরা সন্তুষ্ট নই।
সালমান শাহ’র সুইসাইড নোট সম্পর্কে আলমগীর কুমকুম বলেন, সালমান নাকি আত্মহত্যার আগে যে চিরকুট লিখে গেছে। চিরকুটের বিষয়টি আমি বিশ্বাস করি না।
আত্মহত্যার পেছনের ৫টি কারণ উল্লেখ্য করেছে পিবিআই। যার প্রথম কারণ হিসেবে উল্লেখ্য করা হয়েছে, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতা। এ বিষয়ে আলমগীর কুমকুম বলেন, শাবনূরের সঙ্গে সালমানের প্রেম-ভালোবাসার কোনও সম্পর্ক ছিলো না। এই দাবি মিথ্যা। শাবনূরও এমন কথা কোনও দিন বলেনি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পিআইবি তাদের প্রতিবেদন আদালতে না জমা দিয়ে সাংবাদিক ডেকে জানানোর মানে কি? আমরা এই মামলার শেষ দেখে ছাড়বো।
আইএনিব/বিভূঁইয়া