সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৮৮ হাজার এবং আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:২০৯টি দেশ ও অঞ্চলে আজ সকাল ৭টা পর্যন্ত কোভিড-১৯এ আক্রান্ত হয়েছেন মোট ১৫ লাখ ০৯ হাজার ৬৭৮ জন। এ সময় পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৩৩৭ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ২৯ হাজার ৬৭৪ জন। ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ওই ওয়েবসাইট থেকে জানা যায়, করোনা আক্রান্ত শীর্ষ দেশ আমেরিকায় এ সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৭ হাজার ১০১ জন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৬৮ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৩১৪ জন। এর মধ্যে গতকাল আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৮২৭ জনের।

দ্বিতীয় আক্রান্ত দেশ স্পেনে একই সময়ে মোট আক্রান্ত হন ১ লাখ ৪৮ হাজার ২২০ জন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯২ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ২১ জন। এর মধ্যে গতকাল স্পেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৭৪৭ জনের।

তৃতীয় আক্রান্ত দেশ ইতালিতে ওই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন। আর মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৬৯ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৪৯১ জন। এর মধ্যে গতকাল ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৪২ জনের।

চতুর্থ আক্রান্ত দেশ জার্মানিতে একই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৯৬ জন। সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৯৪ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬ হাজার ৩০০ জন। এর মধ্যে গতকাল জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৩৩৩ জনের।

পঞ্চম আক্রান্ত দেশ ফ্রান্সে ওই সময়ে মোট আক্রান্ত হন ১ লাখ ১২ হাজার ৯৫০ জন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ২৫৪ জন। এর মধ্যে গতকাল ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮১ জন এবং মৃত্যু হয়েছে ৫৪১ জনের।

গতকাল পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২১৮ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৩ জন।

আইএনবি/বিভূঁইয়া