নিজস্ব প্রতিনিধি: সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ বললেন খায়রুল হক।
আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদন্ডিতা করছেন মোহাম্মদ খায়রুল হক। সৎ, মেধাবী তরুন এই প্রার্থী উটপাখি মার্কা নিয়ে ব্যাপক গনসংযোগ করছেন।
গতকাল সোমবার (১ ফেব্রুয়ারী) গনসংযোগ করার সময় আমাদের আইএনিবি’র প্রতিবেদকের সাথে কথা হয় খায়রুলে হকের।
প্রতিবেদকের বিভিন্ন প্রশ্নের উত্তরে খায়রুল হক বলেন, আমি প্রথমে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করবো। পাশাপাশি সমাজের বখাটে কর্তৃক মেয়েদের ইভটিজিং এবং মাদক নির্মূল করাও আমার সকল কাজের মধ্যে অন্যতম ।
তিনি বলেন, সম্প্রতি সমাজে ইভিটিজিং একটা মানসিক ব্যাধিতে পরিনত হয়েছে। তাই ইভটিজিং এবং মাদকের সাথে আমি কোন আপোষ করবোনা।
খায়রুল হক বলেন যেখানে রাস্তাঘাট অচল হয়ে আছে সেগুলো ড্রেনেজ ব্যবস্থা করে পূণরায় মেরামত করে সচল অবস্থায় ফিরিয়ে আনবো।
তরুন এই কাউন্সিল প্রার্থী খায়রুল হক আরো বলেন, আমি সর্বোচ্চ ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। এই বিষয়ে আমার একটি ব্যাপক ভূমিকা থাকবে। আমি ইতিমধ্যে আমার নির্বাচনের প্রচারনার ইস্তেহারে সকল বিষয়ে উল্লেখ করেছি।
পরিশেষে তিনি আবারও বলেন সর্বোপরি সামাজিক ভাবে সবক্ষেত্রে সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে এনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হবে আমার মূল লক্ষ। মাদকের বিরুদ্ধেও তিনি হুশিয়ারি সংকেত দিলেন।
আইএনবি/ এমডি বাবুল ভূঁইয়া