আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ক্ষিতি গোস্বামী মারা গেছেন । রোববার ভোর চারটার সময় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
পশ্চিমবঙ্গের বাম সরকারের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। দীর্ঘদিন রাজ্যের একাধিক দপ্তরের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ছিলেন আরএসপির রাজ্য সম্পাদক।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। কিছুদিন আগে চেন্নাইতে অস্ত্রোপচারও হয় তাঁর। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ফিরেও এসেছিলেন তিনি।
সম্প্রতি কংগ্রেসের সঙ্গে বাম জোটের বৈঠকেও উপস্থিত ছিলেন। শনিবার ফের অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। এর পর রোববার ভোর চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চেন্নাই থেকে আজই আনা হবে ক্ষিতি গোস্বামীর মরদেহ। কলকাতা বিমানবন্দর থেকে পিস হেভেনে মরদেহ নিয়ে যাওয়া হবে।
সোমবার শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ দলের কার্যালয় ও আলিমুদ্দিন স্টিটে নিয়ে যাওয়া হবে।
আইএনবি/বিভূঁইয়া