আইএনবি নিউজ: সোমবার সুপ্রিম কোর্ট গার্ডেনে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী ঘোষণা দেন, তার সম্মানার্থে আজ সুপ্রিম কোর্ট বসছেন না।
জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক বিচারপতিদের কয়েকজন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদীনসহ আইনজীবীরা অংশ নেন।
জানাজা শেষে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল , সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রোববার ধানমণ্ডিতে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ইন্তেকাল করেন।
আইএনবি/বিভূঁইয়া