সাতক্ষীরায় শুরু হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন ডেস্ক: শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকায় শুরু হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং। সুন্দরবন এলাকার প্রথম দিনের এই শুটিংয়ে অংশ নিচ্ছেন মনোজ প্রামানিক ও সামিনা বাশার। এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক দীপংকর দীপন।

দীপংকর দীপন বলেন, ‘প্রথমদিনের শুটিংয়ে মনোজ ও সামিনা অংশ নিবে। পরের দিন থেকে ইউনিটের সবাই শুটিংয়ে অংশ নিবে। সাতক্ষীরাতে সিনেমাটির শুটিং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর আমরা খুলনা এলাকায় শুটিং করবো।’

সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। বন্য জীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনীচিত্র এটি। র‍্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড-এর অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।

আইএনবি/বিভূঁইয়া