সাতক্ষীরা প্রতিনিধি:মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের বাইপাস মোড়ে ক্লাসের দাবিতে অবরোধ করেছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় অবিলম্বে ক্লাস চালুর দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, গত ১ ফেব্রুয়ারি থেকে শিক্ষকরা সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাস নেওয়া বন্ধ করে দেন। এতে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। অবিলম্বে ক্লাস শুরু করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবেন।
পরে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাকছুদুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
আইএনবি/বিভূঁইয়া