আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্ত জনসম্মুখে চলছে। আর এই তদন্তে সাক্ষ্য দিচ্ছেন অনেকে। তার মধ্যে অন্যতম ইউক্রেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি যোভানোভিচক। শুক্রবার (১৫ নভেম্বর) সাক্ষ্য দেন তিনি। আর সাক্ষ্যগ্রহণ চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেরি যোভানোভিচকে টুইটারে হুমকিও দিয়েছেন।
ট্রাম্প টুইট বার্তায় বলেন, যেখানেই মেরি যোভানোভিচক যান, সেখানকার সবকিছু খারাপ হয়ে যায়। সোমালিয়া দিয়ে তার শুরু, কী হল সেখানে?
ট্রাম্পের এই টুইটকে ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন যোভানোভিচক।
আইএনবি/বিভূঁইয়া