আইএনবি নিউজ: ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় সদরঘাট এলাকায় অবস্থিত সিটি করপোরেশন ও সাজেদা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত সাজেদা হাসপাতালে তারা সৌজন্য সাক্ষাৎ করেন ।
সাক্ষাতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন ও পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাঈদ খোকন।
সৌজন্য সাক্ষাৎ শেষে বংশাল ও নাজিরা বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আইএনবি/বিভূঁইয়া