সাংবাদিক হোসেন মাহমুদ মারা গেছেন

আইএনবি নিউজ: শনিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট হোসেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

গুরুতর অসুস্থ হয়ে গত ৬ অক্টোবর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন সিনিয়র এই সাংবাদিক। তিনি প্যানক্রিয়াস ইনফেকশন, অস্টিওপোরোসিস ও ক্রনিক অ্যাজমায় আক্রান্ত ছিলেন। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত। এ পর্যন্ত তার ২৪টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতিষ্ঠাতা আহবায়ক ও পরে সভাপতি ছিলেন।

আইএনবি/বিভঁইয়া