সহায়তার নামে কিছু অসাধু ব্যক্তি চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ ৪ এপ্রিল শনিবার সকালে তার নিজ বাসভবনে সাংবাদিকদের বলেছেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি সহায়তার নামে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে। যারা এই অপকর্মের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে তিনি কুষ্টিয়ার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ব্যবস্থা গ্রহণে।

এময় তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে ঘরের বাইরে না বের হওয়ারও পরামর্শ দেন।

হানিফ আরও বলেন, করোনার সংক্রমণ এড়াতে দেশে অঘোষিত লকডাউন চলছে। সরকারের আবেদনে সাড়া দিয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এতে কর্মহীন মানুষ কিছুটা দুর্ভোগে পড়তে পারে। এজন্য সরকার ওইসব মানুষের সহায়তায় সব রকম পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মানুষ কেউ কষ্টে থাকতে দেবেন না। এজন্য তিনি সামর্থ্যবান মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বাঙালী জাতির কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে। আমার বিশ্বাস, সাময়িক এই সংকট কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

আইএনবি/বিভূঁইয়া