চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিংয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে একটি ওয়ার্কশপে সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনায় আহতদের সকলেই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। চমেক ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। আহতরা হলেন- ওসমান (৪৫), রাকিব (২২), এনায়েত (২২), রাজীব, পারভেজ ও আজম।
আইএনবি/বিভূঁইয়া