সরাইলে সুদের টাকা নিয়ে দুইপক্ষের দু’দফা সংঘর্ষ

সরাইল প্রতিনিধি: সোমবার (১৬ মার্চ) সকালে ও রোববার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ মধ্যপাড়া বর্ডার বাজার এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা নিয়ে দুইপক্ষের লোকদের মাঝে দু’দফা ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও সংঘর্ষ চলাকালে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিকচ্ছ ইউপির চেয়ারম্যান শরাফত আলী ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কালিকচ্ছ মধ্যপাড়ার বাসিন্দা জামাল মিয়া ও সেলিম মিয়ার মধ্যে সুদের টাকা নিয়ে বিরোধ ছিলো। রোববার বিকেলে বিষয়টি নিয়ে বর্ডার বাজার এলাকায় দু’জনের মধ্যে ঝামেলা সৃষ্টি হলে সেখানে উপস্থিত হন ইউপি চেয়ারম্যান এবং সেলিম মিয়ার বিয়াই ও গ্রামের সর্দার মানিক মিয়া। তারা বিষয়টি সমাধান করতে আগামি বৃহস্পতিবার সালিশ সভার তারিখ নির্ধারণ করেন। এসময় কিছু উশৃংখল যুবক লাঠিসোটা নিয়ে এগিয়ে আসলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এসময় স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির সুমন খবর পেয়ে সংঘর্ষ থামানোর চেষ্টায় এগিয়ে আসলে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে পুলিশ এসে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সরাইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা সাংবাদিকদের জানান, রোববার রাতে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে এনে তাদের মীমাংসার জন্য বলা হয়। কিন্তু আজকে সকালে পুনরায় তারা সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া