সরকারের বর্ষপূর্তি উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ

আইএনবি নিউজ: আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে টানা তৃতীয়বার বিজয়ের রেকর্ড গড়েছে ।২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা।

তৃতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে দেয়া ভাষণে গেলো বছরে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, দেশের সব টেলিভিশন ও রেডিও স্টেশন প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সন্ধ্যা সাড়ে ৬টায় বিদায়ী সাক্ষাৎ করবেন শ্রীলংকার হাইকমিশনার এ ডব্লিউ জে ক্রিসান্তে ডি সিলভা। এর আগে বিদায়ী সাক্ষাৎ করতে যাবেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবেট।

সকাল দশটায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক।

আইএনবি/বিভূঁইয়া