সরকারি হাসপাতালের নার্সদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে মানা

আইএনবি নিউজ: গত ১৫ এপ্রিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার এ সম্পর্কিত নোটিশটি জারি করেন।

তাতে বলা হয়, সরকারি চাকরিবিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসমক্ষে, কোনও গণমাধ্যমের সঙ্গে আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার নির্দেশ প্রদান করা হলো।

জানা যায়, সম্প্রতি একজন নার্স হাসপাতালের কর্মীদের খাদ্যসংকট নিয়ে একটি পোস্ট দেন। তাঁর ওই পোস্ট ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নার্স নেতারা এ নিয়ে হাসপাতাল প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এ চিঠি ইস্যু করে।

আইএনবি/বিভূঁইয়া