সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকুরিজীবীদের (১১-২০ গ্রেডের) সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতারা। এসময় তারা জাতির জনকের রুহের শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন।
সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হাসান জানান – ১১-২০ গ্রেডের কর্মচারীরা নানা ধরনের বৈষম্যের শিকার, ২০১৫ সালের ৮ম পে স্কেলে বেতন বৈষম্য চরম আকার ধারণ করেছে, তাই ৯ ম পে স্কেল গঠনের মাধ্যমে এ বৈষম্য দূরীকরণের দাবি জানান।
তিনি বলেন, পাঁচ বছর পূর্ণ হলেও আজ পর্যন্ত ৮ ম পে স্কেল পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি, এ পে স্কেলের মাধ্যমে টাইম স্কেল সিলেকশন গ্রেড রহিত করে উচ্চতর গ্রেড প্রদানের কথা বলা হলেও তা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি,১১-২০ গ্রেডের কর্মচারীরা যে পরিমান ভাতা পান তা দিয়ে বর্তমান উর্দ্ধগতির বাজার ব্যবস্থায় তাদের টিকে থাকা অসম্ভব হয়ে দাড়িয়েছে তাই বাজার চাহিদা অনুযায়ী ভাতা নির্ধারণ করতে হবে। এছাড়া এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান,সচিবালয়ের ন্যায় পদ পদবি, কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড একীভূত করন, ছাড়াও তাদের জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে।
তিনি আরো বলেন,এ সকল দাবির বিষয়ে তারা ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন। এছাড়াও অর্থমন্ত্রী, আইন মন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী সহ ১৩০ জনের অধিক মন্ত্রী ও এম পি কে স্মারকলিপি দেওয়া হয়েছে। একাধিকবার সংবাদ সম্মেলন সহ জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করা হয়েছে। দাবির সপক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতে সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও উপনেতা জাতীয় সংসদে বক্তব্য তুলে ধরেছেন। কিন্তু আজ পর্যন্ত দাবি বাস্তবায়ন হয়নি। তাই দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক গাজী আবুল কালাম, মহিলা সম্পাদিকা মাহমুদা কনিকা, মহানগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পান্না, মহানগর নেতা সরোয়ার হোসেন, আনিসুর রহমান, মনির হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ।