আইএনবি নিউজ: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার সোনাদিয়া ইকো-ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজম পার্ক ও সাবরাং ট্যুরিজম পার্কের মাস্টারপ্ল্যান প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হলে তিনি একথা বলেন।
দেশি-বিদেশি পর্যটক আর্কষণ করতে বাংলাদেশ ইকোনোমিক জোন কর্তৃৃপক্ষ (বেজা) এসব মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করবে। কয়েক ধাপে ৯ বছরে ৮ হাজার ৯৬৭ একর জমিতে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হবে। প্রথম ধাপের কাজ শেষ হবে দুই বছরে। ১০৪৭ একর জমিতে সাবরাং ট্যুরিজম পার্ক এবং ২৯১ একর জমিতে নাফ ট্যুরিজম পার্ক গড়ে তোলা হবে।
মাস্টারপ্ল্যান দেখার পর প্রধানমন্ত্রী সাবরাং ট্যুরিজম পার্ক শুধু বিদেশিদের জন্য গড়ে তোলার কথা বলেন। নাফ ও সাবরাং ট্যুরিজম পার্ক গড়ে তোলার কাজ তিন বছরের মধ্যে শেষ করার কথা বলেন তিনি। পার্কগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া