সচিবালয়ে কাটেনি ঈদের আমেজ, উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক

ঈদের আমেজ কাটেনি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে রোববার (২ জুলাই) অফিসে যোগ দিয়েছেন কর্মজীবীরা। তবে অফিস-আদালতে এখনও ঈদের আমেজ রয়েছে। দুই-একদিন পর পুরোপুরি জমবে অফিসপাড়া।

সকালে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তারা একে অন্যের খোঁজখবর নেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন ছিল সরকারি ছুটি। এরপর ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।

এদিকে ঈদের পর রাজধানীতে আজ থেকে শুরু হয়েছে কর্মব্যস্ততা। তবে ঢাকার বাইরে যারা ঈদ করতে গেছেন তাদের অনেকে এক-দুই দিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই থেকে তিন দিন লেগে যাবে।

বেলা ১১টার আগেই সচিবালয়ে প্রবেশ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নিজ দপ্তরে ১১টা ১০ মিনিটের দিকে কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কোলাকুলিও করেন প্রতিমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান সকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিয়ম করেন। এ সময় মন্ত্রণালয়ে সভাকক্ষে ঈদ পরবর্তী এক মতবিনিময় সভায় সবাই ঈদের আনন্দ, অনুভূতি বিনিয়ম করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল।

এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তারা ঈদের কুশল বিনিময় করেন। মন্ত্রিপরিষদ সচিব পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করার তার পক্ষে ঈদের কুশল বিনিময় করেন সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান। মন্ত্রিপরিষদের সভাকক্ষে ঈদ পরবর্তী মতবিনিময় সভা করেন কর্মকর্তারা।

ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের বারান্দা, সিঁড়ি, লিফট, সর্বত্রই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা-কর্মচারীরা। কেউ কেউ একে অপরকে জড়িয়ে কোলাকুলি করছেন।

এনএ/জেইএস