মাগুরা প্রতিনিধ: মাগুরায় সংবাদকর্মীসহ নতুন করোনা শনাক্ত ২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা সনাক্ত ১১ জন। এদের মধ্যে প্রথম দিকে শনাক্ত ৩ জন পরপর দুটি টেস্টৈ নেগেটিভ হওয়ায় তাদেরকে আজ সুস্থ ঘোষণা করেছে সিভিল সার্জন।
মাগুরা সিভিল সার্জন ডাঃ প্রদিপ কুমার সাহা বলেন, আজ সোমবার মাগুরায় নতুন করোনা শনাক্ত হয়েছে ২ জন। তাদের মধ্যে একজন (২৩) শহরের কলেজ পাড়ার বাসিন্দা, ঢাকা ট্রিউবিউন এর অনলাইন সংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অন্যজন (৫৯) শহরের নিজনান্দুয়ালী বৌবাজার এলাকার বাসিন্দা, যিনি যশোর সিভিল সার্জন অফিসের ম্যাকানিক। তারা সবাই হোম আইসোলেশনে আছে।
আইএনবি/বিভূঁইয়া