শ্রীপুরে নিজ সন্তানের গলা কাটলো বাবা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে রাজু মিয়া (২৯) নামে ঘাতক এক বাবা কাওসার নামে (২) বছরের সন্তানের গলা কেটে হত্যার চেষ্টা করেছে ! ২৬ জানুয়ারি রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক বাবাকে পুলিশ আটক করেছে।

রাজুু মিয়া জামালপুর জেলার দেওয়ান গঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।সে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মহর আলীর বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রি কাজ করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, ঘটনার দিন (২৬ জানুয়ারী) বিকেলে ভাড়া বাসায় ঘাতক পিতা রাজু মিয়া তার দুই বছরের শিশু পুত্র কাওসারকে তাঁরকাটার (কাটার) দিয়ে গলার বেশির ভাগ অংশ কেটে ফেলে। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে প্রথমে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজহাসপাতালে রেফার্ড করে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতাকে আটক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পিতাকে আটক করা হয়েছে।ঘটনার সঠিক তদন্ত করে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া