আইএনবি ডেস্ক: ‘শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম । তবে এই সমতার সম্পর্কে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে, সেই চোখ রাঙ্গানীকে আর মেনে নেওয়া হবে না।’
আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ।
নির্বাচনের প্রস্তুতি নিয়ে সারজিস আলম আরো বলেন, আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে। যদিও এটি দলের জন্য বড় চ্যালেঞ্জ। তারপরেও দ্রুততম সময়ের মধ্যে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি চূড়ান্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরাই এতে অগ্রাধিকার পাবে।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের সাহসের পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রয়োজন। তাই তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে জনগণের অধিকার আদায়ে এগিয়ে যাবে এনসিপি। ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কাজ করবে তার দল।
বিগত সময়ে অঞ্চলভিত্তিক বাজেট বরাদ্দে বৈষম্য নীতির কড়া সমালোচনা করেন সারজিস।এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া