জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে উপজেলার কাশিয়াচাপর গ্রামে গত বৃহস্পতিবার ভোরে ৭ম শ্রেণিতে পড়ুয়া আপন শ্যালিকাকে নিয়ে পালিয়েছেন এক যুবক। তবে বিষয়টি গতকাল মঙ্গলবার জানাজানি হয়। এ ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
মেয়ের বাবার অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে পাঁচবিবি উপজেলার কাশিয়াচাপর গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে হেলাল মোল্লার সঙ্গে একই এলাকার আমছের আলীর মেয়ে শামীমা আক্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে দু’টি সন্তানও আছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে কারণে-অকারণে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনও করতেন হেলাল। শ্বশুরবাড়িতে আসা-যাওয়ার সুবাদে স্ত্রীর ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হেলাল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ভোরে হেলাল তার শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
শ্বশুর আমছের আলী বলেন, হেলাল আমার বড় মেয়ের জামাই। সে কেন ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যাবে? ও আমার বড় মেয়েকে অনবরত টাকার জন্য চাপ দিত। প্রতিশোধ নিতেই সে এমন কাজ করেছে। এ কারণেই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আইএনবি/বি.ভূঁইয়া