শেরপুরে ট্রাকের ধাক্কায় দিন মজুর নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সোমবার ভোরে ট্রাকের ধাক্কায় কলেজরোড মহির উদ্দিন মন্ডল (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ হাপুনিয়া গোরস্থানপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

শেরপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মহির উদ্দিন একজন বৃদ্ধ। তিনি দিনমজুরের কাজ করেন। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে সে শেরপুর পৌর শহরের কলেজরোড এলাকায় নবমী সিনেমা হলের সামনে কৃষানের বাজারে যাবার সময় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় সময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামি একটি ট্রাক তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে লাশটি উদ্ধার করে শেরপুর থানায় নিয়ে আসা হয়।

আইএনবি/বিভূঁইয়া