মো. জাহাঙ্গীর মোল্যা :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের পক্ষ থেকে পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে গৃহহীন ভাসমান অসহায় মানুষের কাছে শীত বস্ত্র বিতরন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারন সম্পাদক মোঃ সাব্বির হোসেন। গত মঙ্গলবার রাতে পুরান ঢাকার বংশাল, সূত্রাপুর এলাকায় শীত বস্ত্র বিতরন করেন তিনি।
এ বিষয়ে সাব্বির হোসেন বলেন, ভাসমান একটি মানুষও যাতে শীতের মধ্যে কষ্ট না করে যুবলীগের চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়ন করতে মাঠে কাজ করে যাচ্ছি। শীত বস্ত্র বিতরন কর্মসূচি অব্যাহত থাকবে।