বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর শীলকুপ ইউনিয়নের চরতিয়া পাড়ায় (৮এপ্রিল) গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়।
অগ্নিকান্ডের ঘটনার নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসা সহ ৪টি বাড়ি পুঁড়ে যায় এবং ২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা যায়।
জানা যায়, চরতিয়া পাড়ায় গরুর গোয়াল থেকে আগুনের সুত্রপাত হলে মুর্হুতের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে জহিরুল ইসলাম, শাহ আলম, ছৈয়দুল আলম ও সোলতান আহমদের বাড়ি সহ নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার অংশ বিশেষ পুঁড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিড়ার লিটন বৈঞ্চব জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের শীলকুপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চাউল সহ অন্যান্য সামগ্রী প্রদান করেন।
আইএনবি/বিভূঁইয়া