শীতে বাড়ছে দরিদ্রদের দুর্ভোগ

আইএনবি নিউজ: রাজধানীতে হঠাৎ করেই পৌষের শুরু থেকে উড়ে এসে জুড়ে বসেছে শীত। আর এতে জবুথবু শহরবাসী। দিন দশেক আগে উত্তরের হিমেল হাওয়ার প্রভাব পড়তে শুরু করে রাজধানীতে। তখন থেকেই স্বাভাবিক জনজীবনের ওপর বিদ্রূপ প্রভাব ফেলতে থাকে। যা এখনো অব্যাহত রয়েছে। এদিকে শীতের পাশাপাশি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শীত আরও বাড়িয়ে দিয়েছে। শীত কতদিন থাকবে তা নিয়েও সন্দিহান শহরের অধিকাংশ মানুষ।

শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শহরের ভাসমান, নিচুস্তর ও খেটে খাওয়া মানুষের ওপর। একদিকে, শীতের কষ্ট অন্যদিকে শাকসবজিসহ কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। শীতের কারণে তাদের আয়ও কমেছে। বিশেষ করে ঘরহীন যে সমস্ত মানুষ রাস্তার পাশে, ফুটপাতে, ফুটওভার ব্রিজের, রেলস্টেশনে ঘুমান, তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। সব মিলে প্রকৃতির বিদ্রুপ আচরণে কিছুটা অস্বস্তিতে সবাই।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার, জিগাতলা, নিউমার্কেট, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ানবাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, শীতের কারণে কোথাও সড়কের পাশে, কোথাও ফাঁকা জায়গা আগুন জ্বালিয়ে নিজেদেরকে উষ্ণ করার চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। কোথাও বয়স্ক ও শিশুরা গরম কাপড় গায়ে জড়িয়ে রাস্তার পাশে, ফুটওভার ব্রিজে, ফুটপাতে বসে রয়েছেন, আবার কেউ শুয়ে রয়েছেন। যাত্রীর চাপ না থাকায় রিকশাচালকরাও খোশগল্পে মেতে উঠেছেন। রাস্তার পাশে, লেকসহ বিভিন্ন জায়গাতে ছিন্নমূলের মানুষজন যেসব ছোট ছোট দোকানপাট বসিয়েছেন তাতেও মানুষের চাপ নেই।

আইএনবি/বিভূঁইয়া