আইএনবি নিউজ: দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে গেলেও সবচেয়ে বেশি শীত পড়ছে রাজধানী ঢাকায়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকা দেশের সর্বত্রই শীতের প্রকোপ দেখা দিয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই শীতের তীব্রতা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরো কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রাজধানী ঢাকার পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে কনকনে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে, ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল।
হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ প্রতিবছরই বেশি থাকে। এবারো তেমনটাই দেখা যাচ্ছে। যদিও বেশ কয়েকদিন ধরেই শীতের প্রভাব দেখা যাচ্ছিল উত্তরাঞ্চলে। তুলনামূলক গতকাল থেকে তা আরো বেড়ে গেছে।
আবহাওয়া অফিস জানায়, শেষরাত থেকে আগামীকাল শনিবার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আইএনবি/বিভূঁইয়া