শিশু ধর্ষণের চেষ্ঠার বৃদ্ধ আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : শুক্রবার বিকালে ঠাকুরগাঁও রাণীশংকৈলে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। কন্যা শিশুটির নানার বাড়ী যদুয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে কন্যা শিশুটির বাবা রাজিকুল।

প্রত্যক্ষদশী সুত্রে জানা যায়, একই উপজেলার গাজীর হাট মুনিষগাঁও গ্রামের রাজিকুলের ৭ বছরের মেয়ে যদুয়ার গ্রামে তার নানা সিরাজুলের বাড়িতে থাকে এবং সেখানেই স্থানীয় সরকারী প্রাথমিকে পড়াশুনা করে।

ঘটনার দিন শিশুটির নানান বাড়ীর এলাকার মৃত নজিতুল্লার পুত্র জামাল উদ্দীন নেনকু (৭০) মেয়েটিকে সদায় খেতে টাকা দেওয়ার কথা বলে পাশ্ববর্তী দবিরুলের সেচ মেশিন ঘরের পাশে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় ঐ এলাকার কুলসুম বেগম ও বৃষ্টি আক্তারের বিষয়টি সন্দেহ জনক ভাবে দৃষ্টিগোচর হলে। তারা দ্রুত মেয়ের নানী ও খালাকে খবর দিলে তারা আশপাশের লোকজনকে সাথে নিয়ে বৃদ্ধকে হাতে নাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে জামাল উদ্দীনকে আটক করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আসামিকে শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটক দেখিয়ে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া