সিলেট প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর হাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পর নাশকতায় মামলায় এবার গ্রেফতার হলেন শাবিপ্রবি ছাত্রলীগের আরও দুই নেতা।
গ্রেফতারকৃতরা হলেন, শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক ও সাংগঠনিক সম্পাদক অমিত সাহা।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, গতকাল রাতে র্যাব-৯ ও র্যাব-১৪ এর একটি যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এছাড়া এই মামলায় বাকি আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর অভিযান অব্যাহত রয়েছে।
আওয়ামী লীগ সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৮ জুলাই শাবি এলাকায় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়টির ছাত্র রুদ্র সেন হত্যা মামলা আসামি তারা। এছাড়া আন্দোলনের সময় সিলেটে আরও কয়েকটি সহিংস ঘটনার অন্যতম আসামি এই দুই ছাত্রলীগ নেতা।
আইএনবি/বিভূঁইয়া