শাহজাদপুরে মদপানে একজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মদ পানে চারজন অসুস্থ হয়। এদের মধ্যে একজন মারা গেছে। অপর তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শাহজাদপুর উপজেলা হেলথ কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার রাতে উপজেলা পৌর এলাকার শক্তিপুর গ্রামের রুবেল, মোক্তার, সম্রাট ও আল-আমিন মদপান করে। পরে এরা সবাই অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে রুবেলকে রাত ২টায় উপজেলা হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে রাতেই সে মারা যায়।

অপরদিকে অসুস্থ মোক্তার, সম্রাট ও আল-আমিনকে আজ শনিবার সকালে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা ভালো না দেখে এদের সবাইকে সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ডাক্তার জানান, মোক্তারের অবস্থা সংকটাপন্ন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মদপানকারীরা সবাই স্কুল ও কলেজপড়ুয়া।

আইএনবি/বি.ভূঁইয়া