মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর
শরীয়তপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশেই চলছে লকডাউন। দীর্ঘদিন ধরে লকডাউন চলায় অসহায় হয়ে পরেছে শরীয়তপুরে কর্মহীন মানুষ গুলো। খেয়ে, না খেয়েও দিন কাটছে অনেকের। সেই অসহায় মানুষ গুলোর কথা চিন্তা করে শরীয়তপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ৭শত কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কামরুজ্জামান স্বপন খান । শ
নিবার শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান স্বপন খানের সৌজন্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান উজ্জ্বল, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান স্বপন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাকিম খান প্রমুখ।
প্রতি পরিবারের মাঝে ৫ কেজি চাউল, আড়াই কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল বিতরণ করা হয়।