শরীয়তপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাশার ও  সম্পাদক মামুন

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়ারী ২০২০) রাতে শরীয়তপুর খবর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে একুশে টিভি’র শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশার’কে সভাপতি ওবিজয় টিভি’র শরীয়তপুর প্রতিনিধি মাহমুদুল হক মামুন’কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদুর রহমান সাইদ, অর্থ সম্পাদক এমবি কাজী নাছির, দপ্তর সম্পাদক ফিরোজ খান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক ফারুক আহম্মেদ মোল্যা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হানিফ মাল, কার্যকারী সদস্য-১ কেএম রায়হান কবীর সোহেল, সদস্য খোরশেদ আলম বাবুল, মতিউর রহমান, লিটন সরদার প্রমূখ।