শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরে ঢাকা থেকে প্রকাশিত সেরা দশের জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার বর্ষপূতি পালিত হয়েছে। দৈনিক আমার সংবাদের ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় প্রিন্ট ও অনলাইন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন শরীয়তপুর জেলা কার্যালয়ের সামনে কেক কাটা, আলোচনা সভা শেষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও প্রথম আলোর পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষের পরিচালনায় উক্ত আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস একাডেমির প্রিন্সিপাল মোঃ সিরাজুল হক, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শেখ খলিলুর রহমান, ভোজেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আলী দেওয়ান, ডাক্তার মফিজুর রহমান স্বপন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, দৈনিক ভোরের পাতার ব্যুরো চীফ মোহাম্মদ জামাল মল্লিক, জি টিভির জেলা প্রতিনিধি মোঃ মানিক মোল্লা, দেশরুপান্তরের জেলা প্রতিনিধি ছগির হোসেন, আর টিভির জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মোঃ ইমন পেদা, সাংবাদিক সমির দাস, ফরিদ ঢালী, মীর উজ্জল, মোঃ দিপু সরদার, স্বদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি এসএম স্বাধীন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, সাপ্তাহিক হৃদয়ে শরীয়তপুরের স্টাফ রিপোর্টার মোঃ তানভির ইসলাম মল্লিক, বাধন বেপারী প্রমূখ।