মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর।।
‘মানুষ মানুষের জন্য”এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে করোনা ভাইরাসের লকডাউনে অসহায় হয়ে পড়া ভিক্ষুক ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি জেলার পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান এর নির্দেশ ত্রাণ পৌঁছে দিচ্ছেন পালং মডেল থানা পুলিশ।
রবিবার সকালে পালং মডেল থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলা এলাকায় তালিকাভুক্ত ভিক্ষুক ও হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ বিতরণ করেন।
এসময় পালং থানার সর্বসাধারণকে অনুরোধ জানানো হয় করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সকলে বাড়িতে অবস্থান করতে। অযথা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবেন না, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে তথা দেশের মানুষ ভালো থাকবে।