শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেরা আটং স্কুল মাঠে বঙ্গবন্ধু স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বিকালে আটং স্কুল মাঠে এই খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটং গ্রামের কৃতি সন্তান ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। অনুষ্ঠানে সমাজসেবক আলহাজ্ব মোঃ আমির হোসেন কোটারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দ মোতাহার হোসেন, মোঃ হাবিবুর রহমান, এস,এম খলিলুর রহমান প্রমুখ। আটং এলাকার যুবসমাজ উদ্যোগে আয়োজিত ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয় আটং উদীয়মান ফুটবল একাদশ ।
আইএনবি/বিভূঁইয়া